রাজশাহী জেলার শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্বাচিত হলেন গোদাগাড়ীর শামশুল করিম

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০; সময়: ৮:২৬ অপরাহ্ণ |
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্বাচিত হলেন গোদাগাড়ীর শামশুল করিম

নিজস্ব প্রতিবেদক : বার্ষিক কর্মসম্পাদক চুক্তি (এপিএ) ও শুদ্ধচর্চার ২০১৯-২০২০ বছরের লক্ষমাত্র অর্জনে বিশেষ ভূমিকা রাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ রাজশাহী জেলার ৯টি উপজেলার মধ্যে গোদাগাড়ী উপজেলার সিনিয়র মৎস্য কর্তকর্তা মোঃ শামশুল করিমকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট মৎস্য কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ে মাসিক সমন্বয় সভায় এই সম্মাননা প্রদান করা হয়।

রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মো: তোফাজ উদ্দীন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা, প্রকল্প পরিচালক মো: কামরুল হাসান ও ইউনিয়ন পরিচালক আবুল কালাম আজাদ গোদাগাড়ী সিনিয়র মৎস্য কর্মকর্তা শামশুল হককে এই সম্মাননা তুলে দেন।

গোদাগাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: শামশুল হক প্রতিক্রীয়ায় বলেন, আমি মৎস্য খাতে উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করার চেষ্টা করেছি। গোদাগাড়ী উপজেলায় মাছের ঘাটতি পূরণ করে বাইরে বিভিন্ন জেলায় যাচ্ছে। এই উপজেলায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। আগামী দিনে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তিনি এই সম্মাননা পেয়ে আনন্দিত এবং ভবিষ্যতে এমন কাজে আরো উৎসাহ পাবেন বলে জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে