গোদাগাড়ীতে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০; সময়: ৭:৪১ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বিনামূল্যে উচ্চফলনশীল হাইব্রিড ধানের বীজ বিতরন করেছে বায়ার ক্রপসায়েন্স লিমিডেট রাজশাহীর উদ্যোগে।

সোমবার বেলা সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ হল রুমে। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বায়ার ক্রপসায়েন্স লিমিটেড রাজশাহী রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ সঞ্জিত সরকার, টেরিটরি এক্সিকিউটিভ কৃষিবিদ হাফিজুর রহমান, উপজেল প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা প্রমুখ।

বক্তারা বলেন, সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় বায়ার ক্রপসায়েন্স লিমিডেট’র উদ্ভাবিত উচ্চফলনশীল হাইব্রিড ধান চাষের মাধ্যমে কৃষকরা লাভবান হবেন এবং দেশে খাদ্য সংকট দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে আশাবাদ করা হয়। গোদাগাড়ী উপজেলার প্রায় দেড় শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে ৩ কেজি করে উচ্চফলনশীল হাইব্রিড ‘অ্যারাইজ তেজ গোল্ড জাতের ধানের বীজ কৃষকদের মাঝে তুলে দেয়া হয়।

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে