তানোরের আদিবাসি পল্লীতে সাঁওতালী নাচ-গানে এসপিকে বরণ

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০; সময়: ১০:১৭ অপরাহ্ণ |
তানোরের আদিবাসি পল্লীতে সাঁওতালী নাচ-গানে এসপিকে বরণ

নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : বরেন্দ্র অঞ্চলের আদিবাসি সাঁওতালদের জীবনযাত্রার মান, সামাজিগতা ও তাদের কৃষ্ঠিকালচার দেখতে এসেছিলেন সারদা পুলিশ একাডেমির পুলিশ টেনিং সেন্টারের (কারিকলাম) পুলিশ সুপার এসপি আনছারুল খন্দকার পাঠান।

রবিবার বেলা ১১টার সময় রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা মাহালিপাড়ার আদিবাসি পল্লীতে আসতেই তাকে সাঁওতালী নাচে-গানে বরণ করেন সাঁওতালের কিশোরীরা।

সাঁওতাল প্রথা অনুযায়ী প্রধান অতিথি হিসাবে এসপিকে কাসার প্লেটে দুইপা ধোওতো করা হয়। পরে সাওতালি ভাষায় ডুগিতবলার সাথে বেশ কয়েকটি গানের তালে নাচ পরিবেশন করেন একডজন আদিবসি কিশোরী।

এ সময় উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান, মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সমাজ সেবক আব্দুল লতিব সরদার প্রমুখ।

প্রায় ঘন্টাব্যাপী চলা সাঁওতালদের সাংকৃতিক অনুষ্ঠান শেষে এসপি আনছারুল খন্দকার পাঠান বলেন, বরেন্দ্র অঞ্চলের আদিবাসি সাঁওতালদের কৃষ্ঠিকালচার সরেজমিন দেখতে তিনি এখানে এসেছেন। সারদা পুলিশ একাডেমিতে টেনিং করার সময় সাওতালদের জীবন মান উন্নয়নে প্রশিক্ষণে পুলিশ অফিসারদের অভিহিত করা হবে।

  • 170
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে