আরএমপি কমিশনারের করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা ও মাস্ক বিতরণ

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০; সময়: ৩:০৯ অপরাহ্ণ |
আরএমপি কমিশনারের করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে আরএমপির ১২ টি থানায় একযোগে করোনা সংক্রান্তে জনগণকে উদ্ভুদ্ধ করণ, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মহল্লা, বিপণী বিতান এবং মার্কেট সমূহে বিশেষ ভাবে প্রচারণার অংশ হিসেবে শাহমখদুম থানা ও পবা থানার বিভিন্ন এলাকায় এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি জনসাধারণ ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। “নো মাস্ক নো সার্ভিস” এ প্রত্যয়কে সামনে রেখে পুলিশ কমিশনার মহোদয় শাহমখদুম থানাধীন নওদাপাড়া ও পবা থানার নওহাটা বাজার এলাকায় অবস্থিত মার্কেট পরিদর্শন করে সবাইকে মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করেন। পাশাপাশি মাস্ক ছাড়া কাউকে যেন কোন প্রকার সেবা প্রদান করা না হয় সে ব্যাপারে অনুরোধ করেন।

পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কোন অফিসে মাস্ক বিহীন কাউকে সেবা প্রদান করা হবে না মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। কেউ আইন অমান্য করলে তাকে পূনঃ উদ্ভুদ্ধ করণ এবং পরবর্তীতে কেউ যদি আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানান। এই কার্যক্রমে ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (শাহমখদুম) সোনিয়া পারভীন, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম), শাহমখদুম থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পবা থানা অফিসার ইনচার্জ শেখ মো. গোলাম মোস্তফা ও এয়ারপোর্ট থানা অফিসার ইনচাজ নুরে আলম সিদ্দিক, পবা থানা ওসি তদন্ত বানী ইস্রাইলসহ আরএমপি রাজশাহীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • 57
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে