নওহাটায় প্রথমবারের মত করোনা মুক্তির কামনায় দীপাবলি’র প্রদীপ প্রজ্বলন

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০; সময়: ২:২১ অপরাহ্ণ |
নওহাটায় প্রথমবারের মত করোনা মুক্তির কামনায় দীপাবলি’র প্রদীপ প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নওহাটায় প্রথমবারের মত করোনা মুক্তির কামনায় দীপাবলি’র প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয়ে থাকে শ্রী শ্রী কালী বা শ্যামা পূজা। শনিবার দিবাগত রাতে বিনয় জুট ইন্ডাট্রিজের সৌজন্যে পালিত হয় শ্যামা পূজা। রাতে অমাবস্যার আঁধার দূর করতে প্রজ্বলিত হয় প্রদীপ বা দীপাবলি। এবার করোনা মহামারি থেকে মুক্তির কামনায় পারিবারিক পরম্পরায় বিনয় জুট মিলের প্রাঙ্গণে প্রজ্বলিত হয় এই প্রদীপ।

হিন্দু পুরাণ মতে কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। কালী পূজার দিন সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন।

রাজশাহীর নওহাটায় বিনয় জুট ইন্ডাট্রিজের সৌজন্যে সারারাত শ্যামাপূজা উদযাপিত হয়। এই দীপাবলী উৎসবের উদ্বোধন করেন প্রিন্স সাহা। বিনয় জুট ইন্ডাট্রিজের চেয়ারম্যান প্রিন্স সাহা বলেন, ‘দেশ জাতি ও বিশ্ব থেকে করোনা মুক্তির কামনায় সন্ধ্যা ৬টায় সহস্র প্রদীপ প্রজ্বালন করা হয়। এরপর পূজা শুরু হয় সাড়ে ৮টা থেকে।’

তিনি আরও বলেন ‘শনিবার সাড়ে রাত ৯টা থেকে পূজা আরম্ভ হয়। রাত ৩টায় পুষ্পাঞ্জলি প্রদান এবং রাত ৪টায় হোম অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করেন।

এছাড়াও শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মন্দির, বুড়ি মাতা কালী মন্দির, রাধা গোবিন্দ সাহা কালী মন্দির, নওহাটা শিব কালীমাতা শ্মশান মন্দির, বাবুপাড়া শিব কালীমাতা মন্দিরসহ নওহাটা পৌরসভার বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়।

  • 74
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে