বাগমারায় বিসিআইসি সার ডিলারদের সাথে প্রশাসনের মতবিনিময়

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২০; সময়: ৩:১০ অপরাহ্ণ |
বাগমারায় বিসিআইসি সার ডিলারদের সাথে প্রশাসনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিসিআইসি সার ডিলারদের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার সাকলাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বিসিআইসি সার ডিলার হাফিজুর রহমান, জিল্লুর রহমান, আফাজ উদ্দীন, আবু নাইম সামসুর রহমান মিন্টু প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৮ জন বিসিআইসি সার ডিলার উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে কোন ডিলার যেন বেশি দামের আসায় সারের কৃত্তিম সংকট সৃষ্টি না করে সে ব্যাপারে তাদেরকে অবহিত করা হয়। সেই সাথে কোন কৃষকের কাছ থেকে সারের মূল্য যেন বেশি নেয়া না হয়। কেউ যেন ভূয়া কৃষক পরিচয়ে বেশি সার ক্রয় করতে না পারে সে জন্য তাদের নিকট কৃষি কার্ড দেখতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি দোকানে সরকার নির্ধারিত সারের মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখার কথা বলা হয়েছে। চলতি মৌসুমে উপজেলার কোথাও কোন সার সংকট নেই বলেও জানাগেছে।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে