রাজশাহীতে শিশু কেন্দ্রিক দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রশিক্ষন

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০; সময়: ৭:৩০ অপরাহ্ণ |
রাজশাহীতে শিশু কেন্দ্রিক দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রশিক্ষন

নিজস্ব প্রতিবেদক : বুধবার ইউনিসেফ এর সহযোগিতায় রাজশাহীর সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে রাজশাহী শহরের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে শিশু-কেন্দ্রিক দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আনজুমান আরা বেগম প্রশিক্ষনের উদ্বোধনী বক্তব্যে বলেন, দ্রুত নগরায়নের যুগে শিশুরা যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে, বিশেষ করে শহরের বস্তিসহ ঘন বসতিপূর্ণ এলাকায় বসবাসরত শিশুরা।

এজন্যই রাজশাহী শহরের দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা প্রণয়নে শিশুদের ঝুঁকির বিষয়টি বিবেচনা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক দুর্যোগ ব্যবস্থাপনায় শিশুদের ঝুঁকি হ্রাসকে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনতা গড়ে তোলার আহবান জানান। ইউনিসেফ এর প্রোগ্রাম অফিসার রওশন রহমান দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আন্তঃ সমন্বয় জোরদার করা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। দুর্যোগ ব্যবস্থাপনার জাতীয় প্রশিক্ষক মলয় চাকী দিন ব্যাপী প্রশিক্ষণটি পরিচালনা করেন।

প্রশিক্ষণের বিভিন্ন পর্বে শিশুর দুর্যোগ ঝুঁকি ও বিপদাপন্নতা এবং শিশু কেন্দ্রিক দুর্যোগ ঝুঁকিহ্রাস সম্পর্কে ধারণা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, দুর্যোগের বর্তমান ধারা ও রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো নিয়ে আলোচনা করা হয় এবং স্থানীয় নগর দুর্যোগ চিহ্নিতকরন এর মাধ্যমে শিশুর সুরক্ষা ও দুর্যোগ ঝুঁকিহ্রাসে রাষ্ট্রীয় নীতিমালার আলোকে শিশুকেন্দ্রিক দুর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা প্রণয়ন করার ওপর প্রশিক্ষণ দেয়া হয়।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে