রাসিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০; সময়: ৫:২৭ অপরাহ্ণ |
রাসিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে “শিশুকেন্দ্রিক দুর্যোগ সহনীয় নগর গঠন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি শাহাদত হোসেন সাহুর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক, রাসিক প্যানেল মেয়র মোঃ সরিফুল ইসলাম, রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আমিনুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব আবু হায়াত মোহাম্মদ রহমতুল্লাহ, রাসিক মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার রওশন রহমান ও বেগম জেরিনা রেশমা, রাজশাহী ওয়াসার ডিজিএম, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, নাটোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী সালাউদ্দিন আল ওয়াদুদ, বোয়ালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মো. আবু বাশিরসহ সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মশালায় রাষ্ট্রীয় নীতিমালার আলোকে স্থানীয় নগর দুর্যোগ চিহ্নিতকরণ, প্রধান প্রধান বিপদাপন্নতা চিহ্নিতকরণ, ঝুকহ্রাস কার্যক্রম নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে