পবায় গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২০; সময়: ৩:৫৯ অপরাহ্ণ |
পবায় গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

লেপ্রা বাংলাদেশ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বশরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান।

এসেন্ড প্রকল্প ও ইউকেএইড’র আর্থিক ও কারিগরী সহায়তায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার, রাজশাহী বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. শেখ তবিবুর রহমান, নওহাটা পৌর মেয়র শেখ মোকবুল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা, হুজুরীপাড়া ইউপি’র চেয়ারম্যান গোলাম মোস্তফা, হড়গ্রাম ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক সোহরাব হোসেন।

এ উদ্বুদ্ধকরণ সভায় গোদ রোগ বিষয়ে প্রেজেন্টশেন উপস্থাপন করেন ডা. অমিত কুমার সাহা। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. তানভীর আহমেদ। উপস্থিত ছিলেন শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জানা যায়, দেশে ১৯টি জেলায় বর্তমানে আক্রান্ত রোগি রয়েছে ৪৩ হাজার ৭০৮ জন। যার মধ্যে রাজশাহী জেলায় ২৪৭ জন। তবে বর্তমানে রংপুর জেলা ছাড়া অন্যান্য জেলায় গোদ রোগ নিয়ন্ত্রণে আছে।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে