মাদকে কোন পুলিশ জড়ালে ছাড় নেই: আরএমপি কমিশনার

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০; সময়: ৭:২২ অপরাহ্ণ |
মাদকে কোন পুলিশ জড়ালে ছাড় নেই: আরএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : মাদকের ব্যাপারে আবারও পুলিশ সদস্যদের সতর্ক করলেন রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি বলেছেন, মাদকে জড়ালে কারও ছাড় নেই। ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে, সন্দেহজনক মনে হলেই টেস্ট করা হবে।

মাদক নেওয়ার প্রমাণ মিললে শাস্তি হবে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলেও ছাড় দেওয়া হবে না। আজ রবিবার সকালে আরএমপির পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড পরিদর্শনে গিয়ে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরএমপি কমিশনার আরও বলেন, পুলিশ হবে জনবান্ধব। প্রধানমন্ত্রী বার বার সেই নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সুতরাং আমাদেরও তার নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

এর আগে পুলিশ কমিশনার প্যারেড সালাম গ্রহণ করেন। পরে তিনি কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভায় অংশ নেন। এ সভায় তিনি সভাপতিত্ব করেন। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, সালমা বেগমসহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

  • 122
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে