রাসিকের বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২০; সময়: ৬:৩৮ অপরাহ্ণ |
রাসিকের বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নের স্বার্থে ৯ম বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

সভায় বক্তব্য রাখতে মেয়র বলেন, সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে সচ্ছল করতে ফিক্সড তহবিল গঠন করতে চাই। যার মাধ্যমে আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশনের আর্থিক বুনিয়াদ শক্তিশালী হবে। যার ফলে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান সহজতর হবে।

সভায় হেল্প ডেঙ্গু এ ডেঙ্গু ও করোনা সংক্রান্ত বিষয়ে কন্ট্রোল রুম স্থাপন, সিটি ইউনিভার্সিটি চালুকরণ, সিসি ক্যামেরা স্থাপন, করোনার প্রকোপ বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, হকার নীতিমালা প্রণয়ন,
সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম কম্পিউটার প্রোগ্রামিং এর আওতায় আনয়ন, কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বাধ্যতামূলক কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রতিদিনের হাজিরা নিশ্চতকরণ, সরকারি শিক্ষা কার্যক্রমের আলোকে রাসিক কর্তৃক পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষা কার্যক্রম নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ, যে কোন অনুষ্ঠানের বিজ্ঞাপন ও বিলবোর্ড অপসারণের উদ্যোগ গ্রহণ, শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় নির্মিতব্য অফিস ভবনের ২য় তলায় রেস্ট হাউজ নির্মাণ, এ্যানেক্স ভবনের উর্দ্ধমুখী ফ্লোর নির্মাণ প্রকল্প গ্রহণ, স্লটার হাউজ নির্মাণে সাহেববাজার এলাকায় স্থান বহাল রেখে শালবাগান ও নওদাপাড়া এলাকায় স্লটার হাউজ নির্মাণের উদ্যোগ গ্রহণ, হোল্ডিং নম্বরসহ অন্যান্য তথ্যসম্বলিত প্লেট হোল্ডিং মাালিকগণের নিজ খরচে স্থাপন, উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা প্রশস্তকরণ ও সংস্কারের ফলে বৈদ্যুতিক খুঁটি গুলির অপসারণ করে রাস্তার ধারে স্থাপন সংক্রান্ত কার্যক্রম, মশক নিধন কার্যক্রম, বৃক্ষ রোপন কার্যক্রমসহ নানাবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাসিকের প্যানেল মেয়র ১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন।

সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলারসহ বিভিন্ন শাখা প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে