রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাসিকের এসটিএস কার্যক্রম শুরু

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২০; সময়: ৪:৩১ অপরাহ্ণ |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাসিকের এসটিএস কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থার আধুনিকায়ণে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন রোববার দুপুর ১২টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবেই এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এসটিএস এর কার্যক্রম ঘুরে দেখেন মেয়র ও অতিথিরা।

উদ্বোধনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্যদ্বয় প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর প্রফেসর লুৎফর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ কর্মকর্তাবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে