কমিউনিটি পুলিশিংয়ের সম্মাননা স্মারক পেলেন আজিজুল আলম বেন্টু

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০; সময়: ৫:৩৯ অপরাহ্ণ |
কমিউনিটি পুলিশিংয়ের সম্মাননা স্মারক পেলেন আজিজুল আলম বেন্টু

নিজস্ব প্রতিবেদক : কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আরএমপির রাজপাড়া থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে রাজশাহী কলেজে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক পান তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তাকে সম্মাননা স্মারক তুলে দেন।

‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে নিয়ে সারাদেশের মতন রাজশাহীতেও কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী মেট্রোপলিন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও জঙ্গিবাদ রুখতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা সক্রিয় ভূমিকা রাখছে বলে জানান।

  • 181
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে