চারঘাটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০; সময়: ৩:৩০ অপরাহ্ণ |
চারঘাটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : “মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বোত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন উপলক্ষে চারঘাট মডেল থানার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডুর সভাপতিত্বে মডেল থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। মডেল থানার উপ-পরিদর্শক পারভেজ রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ব্রজহরি দাস, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান,উপ-পরিদর্শক ইকবাল হোসেন, মানিক হোসেন,এএসআই আবু সালেক,পাজ্ঞাব ও রেজাউলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনসাধারন ও সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশের গুরুত্ব ও কার্যক্রমকে কিভাবে আরো বেশি গতিশীল করা যায় সে বিষয়ে বক্তব্য প্রদান করেন। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে।

বক্তব্যে মডেল থানার ওসি বলেন, কমিউনিটি পুলিশিং জনগণ ও পুলিশের মধ্যকার দূরত্ব কমিয়ে দিয়েছে এবং জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখতে কাজ করছে। বর্তমানে পুলিশ সাধারণ জনগণকে সম্পৃক্ত করে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে কাজ করে যাচ্ছে এবং প্রত্যাশিত সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।

  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে