ফ্রান্সে মহানবীকে কটাক্ষ করার প্রতিবাদে তানোরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০; সময়: ৯:৫৯ অপরাহ্ণ |
ফ্রান্সে মহানবীকে কটাক্ষ করার প্রতিবাদে তানোরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, তানোর : ফ্রান্সে মহানবী (সাঃ) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে তানোরে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০শে অক্টোবর) জুম্মার নামাজের পর তানোর গোল্লাপাড়া বাজার মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তানোর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধনে বিভিন্ন ইসলামী সংগঠনসহ বিভিন্ন এলাকার মুছল্লীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তানোর উপজেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তানোর উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, তানোর গোল্লাপাড়া বাজার জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আশরাফুল ইসলাম, আমশো মাদ্রাসা ও মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম, তাঁতিয়ালপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম কিবরিয়া, আমশো মোড় জামে মসজিদে ইমাম মাওলানা শরিফুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিন মুছল্লীরা।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে বিশেষ দোয়া মোনাজাত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তানোর পৌর শাখার সভাপতি আরিফুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, যারা মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে তাদের শাস্তির দাবিসহ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানান।

  • 50
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে