রাজশাহী বিভাগে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০; সময়: ৮:৪৯ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক : আগামী রোববার (১ নভেম্বর) থেকে রাজশাহী বিভাগে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের আশ্বাসে এ ধর্মঘট স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরে সন্ধ্যায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ অফিসে সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিতের তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ জানান, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার পরিবহন মালিক-শ্রমিকদের ৮ দফা দাবি গুরুত্বের সাথে বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধানের মৌখিক আশ্বাস দেয়ায় আগামী ১ নভেম্বরের কর্মসূচি স্থগিত করা হলো।

বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটির সভাপতি আলহাজ্জ্ব রফিকুল ইসলাম। যৌথ সভা ও সংবাদ সম্মেলনে বিভাগের ৮ জেলার মালিক-শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বগুড়ায় পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ কমিটির সভা থেকে ৮ দফা দাবি জানিয়ে ১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।

৮ দফার মধ্যে প্রধান দাবি- বিভাগের ৮টি জেলায় নিয়ম বহির্ভূতভাবে চলাচলকারী বিআরটিসি বাস বন্ধ করা। এছাড়া সড়ক-মহাসড়ক ও আঞ্চলিক সড়কে চলাচলরত ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন, করিমন, ভটভটি, থ্রি-হুইলার, অটোরিকশা, অটোটেম্পু এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করার দাবিও জানিয়েছেন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে