বাগমারায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০; সময়: ৮:০৮ অপরাহ্ণ |
বাগমারায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আইন শৃংখলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আইন শৃংখলা কমিটির উপদেষ্টা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

আইন শৃংখলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানী, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান সম্রাট, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, মকবুর হোসেন মৃধা, আনোয়ার হোসেন, আসলাম আলী আসকান, মতিউর রহমান মতিন, মকলেছুর রহমান দুলাল, মাহমুদুর রহমান মিলন ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল প্রমুখ।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা আব্দুল মমিন, শিক্ষা অফিসার মনিরা খাতুন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আইন শৃংখলা কমিটির মাসিক সমন্বয় সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার প্রতিরোধ সহ উপজেলার সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিয়ষ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে