পুঠিয়ায় ক্লিনিকে ভূল চিকিৎসায় প্রসুতির মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২০; সময়: ৮:৫৬ অপরাহ্ণ |
পুঠিয়ায় ক্লিনিকে ভূল চিকিৎসায় প্রসুতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় আল মাহাদী ইসলামী হাসপাতালে ভূল চিকিৎসায় শাবানা (২৫) নামের এক প্রসুতি মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় পুঠিয়া উপজেলার সদরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে অবস্থিত আল মাহাদী ইসলামী হাসপাতালে ভূল চিকিৎসায় শাবানা বেগম (২৫) নামের এক প্রসুতি মায়ের মৃত্যু হয়েছে। শবানা বেগম রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পালসা গ্রামের দেলুয়ার হোসেনের স্ত্রী।

দেলুয়ার হোসেন জানান, আমার স্ত্রী শাবানাকে বুধবার বিকেল ৪ টার দিকে মনছুর রহমান এর মালিকানাধীন আল মাহাদী ইসলামী হাসপাতালে ভর্তি করি। সেই হাসপাতালের ডাক্তার ফায়সাল শাহনেওয়াজ হক আমার স্ত্রীর সিজার অপারেশন করে।

একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। এরপর আমার স্ত্রী মারা যায়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আছে।

জানা গেছে, ইতিপূর্বেও এই হাসপাতালে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। পরবর্তীতে স্থান পরিবর্তন করে কৌশলী এই ব্যবসা চালিয়ে যাচ্ছে ক্লিনিকের মালিক মনছুর রহমান।

 

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে