মোহনপুরে ৫ কোটি ৮২ লাখ টাকার ৭ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০; সময়: ৬:৪১ অপরাহ্ণ |
মোহনপুরে ৫ কোটি ৮২ লাখ টাকার ৭ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহনপুর : এলজিইডি মোহনপুর বাস্তবায়নে রাজশাহী মোহনপুর উপজেলার বিভিন্ন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় রায়ঘাটি, ঘাসিগ্রাম, ধূরইল ইউনিয়ন টাঙ্গন, মুল্লুকালিপুর, আমগাছি, মহব্বতপুর, ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, হাটরা হেন্নাবিল রাস্তার, বেলনা ইউজেড আর ঘাট রাস্তার উন্নয়ন উদ্বোধন করেন রাজশাহ-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আয়েন উদ্দিন।

উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, যুগ্ন সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য আশরাফ আলী, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান আজাহারুল ইসলাম বাবলু, সাবেক চেয়ারম্যান ওসমান গনি, সদের আলী প্রাং আওয়ামী লীগ নেতা আক্কাস আলী, ঘাসিগ্রাম ইউপি সভাপতি আফাজ উদ্দিন দোলোয়ার হোসেন, রায়ঘাটি যুবলীগের সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিন, ঘাসিগ্রাম যুবলীগের সাধারন সম্পাদক আশরাফুল আরিফ, কুদ্দুস আলী, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান প্রমি, ফারুক হোসেন উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন উপসহকারী প্রকৌশলী তাজেমুল হক, সিরাজুল হক, শফিকুল ইসলাম, কায্যসহকারী জাকির হোসেন আমিনুল ইসলাম মাসুদ হোসেন। উপজেলা প্রকৌশলী অধিদপ্তর জানিয়েছেন, ৭টি প্রকল্পের প্রাক্কলিত মূল্য পাঁচ কোটি বিরাশি লক্ষ টাকা।

  • 125
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে