সার্বজনিন পেনশানের ব্যবস্থার দাবি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০; সময়: ৪:১৫ অপরাহ্ণ |
সার্বজনিন পেনশানের ব্যবস্থার দাবি

নিজস্ব প্রতিবেদক : করোনাকালে দেশে স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতের অব্যবস্থাপনা এবং দুর্নীতির বিষয়টি উঠে এসেছে। সরকারি এবং বেসরকারি খাতে চিকিৎসা সেবার অপ্রতুলতা পরিস্কার হয়ে গেছে। সেবা খাতের এ দুরবস্থা নিরশনে নাগরিক সমাজের বিশেষ ভূমিকা রাখতে পারে তারা এ ক্ষেত্রে প্রেশার গ্রুপের কাজ করতে পারে।

এ অবস্থায় নাগরিকের জন্য সার্বজনিন স্বাস্থ্য সেবা এবং সার্বজনিন পেনশানের ব্যবস্থার দাবি করছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন। পেনশান এখন শুধুমাত্র সরকারি কর্মজীবীরা পেয়ে থাকেন। এটা রাস্ট্রের সকল মানুষের জন্য করা প্রয়োজন।

মঙ্গলবার উন্নয়ন সংগঠন পরিবর্তন কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গণতান্ত্রিক বাজেট আন্দোলন রাজশাহী জেলা শাখার উদ্যোগে ‘করোনাকালে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাত প্রেক্ষিত জাতীয় বাজেট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অনলাইনে মূল বক্তব্য দেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার মুস্তাফা।

রাজশাহী জেলা কমিটির সভাপতি হাসান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান, একুশে টেলিভিশন ও যায়যায়দিনের ব্যুরো প্রধান বদরুল হাসান লিটন, কালের কন্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, সমকাল এবং ডিবিসি নিউজের ব্যুরো প্রধান বুলবুল হাবিব, মোহনা টিভির বিভাগীয় প্রধান মেহেদী হাসান, দীপ্ত টিভির বিভাগীয় প্রতিনিধি ইউ আদনান, দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার তৈয়বুর রহমান এবং দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার রাজু আহাম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে