বাঘায় ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০; সময়: ১:২০ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ভুটভুটির সঙ্গে ধাক্কা লেগে হাসিব হোসেন নামের ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বাঘা-আড়ানি সড়কের উপজেলার আহম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের শিমুল হোসেনের একমাত্র ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, এদিন বিকেলে হাসিবের দাদি বাড়ি সংলগ্ন রাস্তার অপর প্রান্তে কাপড় মেলে দিচ্ছেলেন। শিশু হাসিব রাস্তা পার হয়ে তার দাদির নিকট যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামি একটি স্যালো ইঞ্জিন চালিত ভুটভুটি গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন।

হাসিবের দাদি জানান হাসিবের জন্মের এক বছর পর হাসিবকে রেখে ওর মা অন্যত্র চলে যায়। মা চলে যাবার পর থেকেই ছেলেটি আমার নিকট থাকত। ওর বাবা স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় চাকরি করে।

এ বিষয়ে ১ নং বাজুবাঘা ইউপি চেয়ারম্যান অ্যাড. ফিরোজ আহম্মেদ রনজু বলেন, দুর্ঘনায় শিশুর মৃত্যুর পর শিশুর বাবাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গসহ উভয় পক্ষের লোকজন নিয়ে একটি শালিসি বোর্ড পরিচালনা করে, ভুটভুটি চালক আযাহার এর নিকট থেকে নগদ ৭৫ হাজার টাকা আদায় করে নিহতের পিতাকে প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারি বাঘা থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে