তাহেরপুর নতুন প্রজন্মের মেয়র প্রার্থী আর্ট বাবুর গনসংযোগ

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২০; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
তাহেরপুর নতুন প্রজন্মের মেয়র প্রার্থী আর্ট বাবুর গনসংযোগ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজশাহীর বাগমারার প্রথম শ্রেণীর পৌরসভার তাহেরপুরে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে সম্ভাব্য মেয়র প্রার্থী অব্দুর রাজ্জাক আর্ট বাবু। চলতি বছরের ডিসেম্বর মাসেই শেষ হতে যাচ্ছে উপজেলার তাহেরপুর ও ভবানীগঞ্জ প্রথম শ্রেনীর পৌরসভার মেয়াদ। এখন থেকেই সম্ভাব্য মেয়র প্রার্থী হিসাবে আব্দুর রাজ্জাক আর্ট বাবু ভোটারদের ঘরে ঘরে ও গনসংযোগ করে ঘুরতে শুরু করেছেন।  রোববার সকাল থেকে তাহেরপুর হরিতলা বাজারসহ তাহেরপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ও বিভিন্ন দোকানে গিয়ে সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন আর্ট বাবু।

অসন্ন বাগমারা তাহেরপুর পৌর সভার মেয়র প্রার্থী হিসাবে দিন রাত মানুষের দোয়ারে দোয়ারে শুভেচ্ছা বিনিময় ও গনসংযোগ করে যাচ্ছেন আব্দুর রাজ্জাক আর্ট বাবু। গত এক মাস যাবত আসন্ন পৌর নির্বাচন কে সামনে রেখে মানুষের কাছে দোয়া প্রার্থনা ও গনসংযোগ করে যাচ্ছেন।

স্বপ্নচাষ সেবা মূলক সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক আর্ট বাবু জানান, আগামী তাহেরপুর পৌরসভার নির্বাচনী মাঠে নেমেছি। এলাকার সাধারণ মানুষ আমাকে মেয়র প্রার্থী হিসাবে সমর্থন করেছেন। তাহেরপুরে কোন গটফাদার ও সন্ত্রাসীকে মেয়র হিসাবে চায় না সাধারণ মানুষ।

তিনি আরো বলেন, বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদের প্রধান প্রতিদন্দী হিসাবে আমাকে দেখছেন তিনি। এ নিয়ে এর আগে একাধিক বার আমার সমর্থকদের মারপিট ও বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে তারা। তাহেরপুর বাসী আমাকে মেয়র প্রার্থী হিসাবে সমর্থন করেছেন দলমত নির্বিশেষে। তাহেরপুর বাসীর সমর্থন পেয়েই আমি মেয়র পদে দোয়া প্রার্থী হিসাবে মাঠে কাজ করে যাচ্ছি। আশা করি তাহেরপুর বাসী আমাকে মেয়র পদে নির্বাচিত করে তাদের সুখে দুখে পাসে থাকার সুযোগ দিবেন বলে জানান আর্ট বাবু।

 

  • 201
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে