সন্ধ্যার মধ্যেই প্রতিমা বিসর্জন দেয়ার আহবান আরএমপি কমিশনারের

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২০; সময়: ৯:২৮ অপরাহ্ণ |
সন্ধ্যার মধ্যেই প্রতিমা বিসর্জন দেয়ার আহবান আরএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নগরীর মতিহার এলাকায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

রবিবার সন্ধ্যা থেকে নগরীর মতিহার থানা, পবা থানা ও কাটাখালি থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন। এ সময় তিনি আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করেন।

মতিহার থানা এলাকায় সনাতন ধর্মের পূজামন্ডপ পরিদর্শনকালে পুলিশ কমিশনারের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। সেই সাথে সোমবার স্বাস্থ্যবিধি মেনে সন্ধ্যার মধ্যেই প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য অনুরোধ জানান।

পুলিশ কমিশনার আরো বলেন, প্রতিমা বিসর্জনের সময় পুলিশের কড়া নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরায় নজরদারি রাখা হবে সে ইসাথে নগরীর পূজামণ্ডপ গুলো সকালে সকালে যেন বিসর্জন দেয়।

এ সময় রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলামসহ মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার, মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান, ওসি তদন্ত ওয়ালিউর রহমানসহ অন্যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • 34
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে