বাগমারার মাড়িয়ায় চেয়ারম্যানের পূজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০; সময়: ৯:৪৮ অপরাহ্ণ |
বাগমারার মাড়িয়ায় চেয়ারম্যানের পূজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : বিশ্বের সকল মানব জাতির দূর্গতিনাশ ও কল্যাণ কামনায় রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হচ্ছে সারদীয় দুর্গোৎসব। শনিবার রাতে উপজেলার মাড়িয়া ইউনিয়নের একমাত্র গাঙ্গোপাড়া সার্বজনীন মাতৃ মন্দির পরিদর্শন করেন ইউনিনের চেয়ারম্যান আসলাম আলী আসকান।

গাঙ্গোপাড়া সার্বজনীন মাতৃ মন্দির পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আসলাম আলী আসকান। তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব এখন সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে।

তিনি আরো বলেন, দুর্গাপূজায় কেউ যেন কোন বিশৃংখলা ঘটাতে না পারে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে মন্দিরের উন্নয়নে সকল প্রকার কাজ করা হবে। করোনার কারনে সংক্ষিপ্ত আকারে উদ্যাপিত হচ্ছে এবারের দুর্গাপূজা।

মন্দির পরিদর্শন কালে চেয়ারম্যানের সাথে ছিলেন, ইউনিয়ন আ’লীগের আইন বিষয়ক সম্পাদক আকরাম হোসেন, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ফেরদৌর আলী, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ রাজ, গাঙ্গোপাড়া সার্বজনীন মাতৃ মন্দির কমিটির সভাপতি শ্রী নারায়ন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্রী রতন চন্দ্র সরকার প্রমুখ।

এ বছর উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ৬৯ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

 

  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে