আনসারের রাজশাহী রেঞ্জের পরিচালকের পূজামণ্ডপ পরিদর্শন (ভিডিও)

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০; সময়: ৯:০১ অপরাহ্ণ |
আনসারের রাজশাহী রেঞ্জের পরিচালকের পূজামণ্ডপ পরিদর্শন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজার আইন শৃঙ্খলা রক্ষার্থে সারা দেশজুড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টহল টীম ও QRT ফোর্স মোতায়েন করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের নির্দেশে সারাদেশে বাহিনীর প্রান্তিক পর্যায়ের সদস্যদের পূজামন্ডপের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত করা হয়েছে।

রাজশাহী জেলার ৯টি উপজেলা ও চারটি থানায় ৪১টি আনসার টহল ও ১৪ টি QRT ফোর্স মোতায়েন করা হয়েছে।এর মধ্যে মহানগরীতে ১০ টি টহল দল আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছে। প্রত্যেক টহল টীমে ১০ জন করে সর্বমোট ৫৫০ জন সদস্য রয়েছে।

শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মণ্ডপে সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পরিধান নিশ্চিত করছেন তারা।

শনিবার সন্ধ্যায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী নগরীর বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন । এসময় তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধানসহ স্যানিটাইজার করার মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন সদস্যদের ।

মণ্ডপ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহীর জেলা কমান্ড্যান্ট জাহিদ হোসেন এবং রাজশাহী জেলার বোয়ালিয়া থানার আনসার-ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

 

 

  • 106
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে