চারঘাট পৌরসভার কার্ডধারী জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০; সময়: ৯:২৬ অপরাহ্ণ |
চারঘাট পৌরসভার কার্ডধারী জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২০ উপলক্ষে সারা দেশের ন্যায় গত ১৪ই অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন উপজেলার পদ্মা ও বড়াল নদীতে ইলিশ মাছ আহরণ ও বাজারজাতকরণ বন্ধ রয়েছে।

বুধবার সকালে ফলে কর্মহীন হয়ে পড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১৯৭ জন কার্ড ধারী এই সকল জেলেদের মাঝে ভিজিএফ এর চাল তুলে দেন পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল। প্রতিটি জেলেকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌর সচিব রবিউল হক, প্রকৌশলী রেজাউল হক, ৫ নং ওয়ার্ড কমিশনার আজমল হোসেন মতি, ৪ নং ওয়ার্ড কমিশনার মোজাফ্ফর হোসেন, ১নং ওয়ার্ড কমিশনার সাজ্জাদ হোসেন, ৩ নং ওয়ার্ড নাজমুল হকসহ বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর, কর্মকর্তা ও কমচারীবৃন্দ।

  • 57
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে