রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মহিলা পরিষদের মনববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০; সময়: ৭:৩২ অপরাহ্ণ |
রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মহিলা পরিষদের মনববন্ধন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দূর্গোৎসব কে সামনে রেখে সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ়, জোরদার করার লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এই শ্লোগানকে সামনে রেখে এক মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২১ বিকাল ৪.০০ টায় কেন্দ্র হতে তৃণমূল পর্যন্ত সারাদেশে এক যোগে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কল্পনা রায় এর সভাপতিত্বে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।

এই কর্মসূচীটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক অনুসূয়া সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট কলাম লেখক প্রশান্ত কুমার সাহা, প্রবীন সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, ডা: এফ এম. এ জাহিদ, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ¦ল, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুভাষ হেমব্রম, আদিবাসী নেত্রী সাবিত্রী হেমব্রম প্রমূখ। সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কল্পনা রায় বলেন আসুন, দেশের সকল বিবেকবান মানবতাবোধ সম্পন্ন মানুষের সহায়তায় ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেনী, নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলি, সাম্প্রদায়িক বন্ধন আরও জোরদার করি।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে