পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি, আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০; সময়: ৭:১০ অপরাহ্ণ |
পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি, আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : এক পুলিশ সদস্যের বাড়িতে চুরির অভিযোগ তিন ব্যক্তিকে আটকের প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে নগরীর মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধরা জানান, নগরীর মতিহার থানার মির্জাপুর ফুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসলামের বাসায় চুরির ঘটনা ঘটে কয়েকদিন আগে। এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার সকালে স্থানীয় মনির, শান্ত ও রাজা নামে তিনজনকে আটক করে এসআই আসলাম। তবে স্থানীয়দের অভিযোগ, আটককৃতরা চুরির সঙ্গে জড়িত নয়। তাই এলাকাবাসী তাদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এনিয়ে দিনভর চলে চাপা উত্তেজনা।

পরে বিকেল ৪টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী রাজশাহী বিশ^বিদ্যালয়ের বিনোদপুর গেট ও আইবিএর মাঝে মির্জাপুর এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এসময় অবরোধকারীরা লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নেয়। বিক্ষুব্ধ নারীরাও এতে যোগ দেন। তাদের বাধায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তবে এসময় কয়েকজন পুলিশ সদস্য তাদের সাথে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে পুলিশের মতিহার জোনের অতিরিক্ত উপ-কমিশনার একরামুল হকসহ একাধিক টিম গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু অবরোধকারীরা পুলিশের বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদেরও নেতৃত্বে বিক্ষুব্ধরা এসআই আসলামের বিরুদ্ধে নানা ধরনের হয়রানির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানান। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়া নেয়া হয়।

এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, মির্জাপুর ফাঁড়ির এসআই আসলামের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে স্থানীয় কিছু ব্যক্তি মহাসড়ক অবরোধ করেছিল। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। তবে এসআই আসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • 77
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে