রাজশাহীর সেই অধ্যক্ষকে ঢাকায় পদায়ন

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০; সময়: ৪:৫৮ অপরাহ্ণ |
রাজশাহীর সেই অধ্যক্ষকে ঢাকায় পদায়ন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদকে বদলি করে ঢাকায় পদায়ন করেছে সরকার, যাকে পুকুরে ফেলে দিয়েছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই শিক্ষককে প্রেষণে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) নিয়োগ দিয়ে গত ১৪ অক্টোবর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে আদেশ হয়েছে। পরদিন কারিগরি শিক্ষা বোর্ড ফরিদ উদ্দিনের যোগদানপত্র গ্রহণ করে তাকে ওই পদে পদায়ন করেছে।

ছাত্রলীগ নেতাদের দাবি না মানায় গত বছরের ২ নভেম্বর দুপুরে ফরিদ উদ্দিনকে টেনেহিঁচড়ে ক্যাম্পাসের পুকুরে ফেলে দেন কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। এই ঘটনায় শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচিও পালন করেন তারা। অধ্যক্ষকে টেনেহিঁচড়ে পুকুরের ফেলে দেওয়ার ঘটনায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ ১৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ফরিদ উদ্দীনকে ঢাকায় বদলি করে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশীদ মল্লিককে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে