রাজশাহী জেলা রেজিস্ট্রারের বঙ্গবন্ধু কমপ্লেক্স পরিদর্শন

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০; সময়: ৯:৩৯ অপরাহ্ণ |
রাজশাহী জেলা রেজিস্ট্রারের বঙ্গবন্ধু কমপ্লেক্স পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহী জেলা রেজিস্ট্রার ইলিয়াস হোসেন দেশের অন্যতম ডিজিটাল দলীয় কার্যালয় বাগমারার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভবানীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস পরিদর্শন ও দাপ্তরিক কাজ শেষে তিনি উপজেলার চানপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেন।

এসময় কমপ্লেক্সের দায়িত্বে থাকা কর্মকর্তা ছাড়াও স্থানীয় দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি কমপ্লেক্স পরিদর্শন করেন। জাদুঘরে থাকা দুর্ভল কিছু স্থির চিত্র দেখে অভিভূত হন। তিনি ঘুরে ঘুরে কমপ্লেক্সর বিভিন্ন কক্ষ দেখেন। উপজেলা পর্যায়ে একজন সাংসদের উদ্যোগে এই ধরণের ডিজিটাল কমপ্লেক্স স্থাপনে তিনি সাংসদ এনামুল হকের ভূয়সি প্রসংসা করেন। শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। কমপ্লেক্ষের পক্ষে সাবরেজিস্ট্রারকে সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের লেখা একটি বই উপহার দেওয়া হয়।

এসময় তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে উপসস্থত ছিলেন জেলা দপ্তরে প্রধান অফিস সহকারী ইসমাইল হোসেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম শামীম মীর, শাহিনুর রহমান, জাহাঙ্গীর আলম সাই প্রমুখ।

  • 107
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে