রাজশাহীতে সামাজিক কল্যাণ সংস্থার উদ্যোগে আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০; সময়: ৮:৫৬ অপরাহ্ণ |
রাজশাহীতে সামাজিক কল্যাণ সংস্থার উদ্যোগে আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার ২০২০ উপলক্ষে রাজশাহীতে সামাজিক কল্যাণ সংস্থার উদ্দ্যোগে রাজশাহী মহানগরীর বড়বন গ্রাম চকপাড়া, সপুরা, রাজশাহী আদিবাসী শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরণ বিতারন করা হয়েছে। সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে সংস্থার সদস্যরা দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা অফিসার আশিকুজ্জামান আশিক, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সম্রাট আলী, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সংস্থার কোষাধ্যক্ষ আরিফ হাসান, আদিবাসী ছাত্র পরিষদের সদস্য অনিল গজার, সমাজ সেবক জেমস, ফাইম হাসান সেতু, আমিনুল ইসলাম আকাশ, সাকিব প্রমুখ।

শহর সমাজ সেবা অফিসার আশিকুজ্জামান আশিক তার সংক্ষিপ্ত বক্তব্য রেখে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ বিশ্বের সকল শিশুকে শুভেচ্ছা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭৪ সালে শিশু আইন প্রনয়ণ করে। জাতির পিতার পথ অনুসরণ করে শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শিশুদের জন্য সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এই সময় সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সম্রাট আলী বলেন, গর্ভাবস্থা থেকে প্রথম ১০০০ দিন শিশুর জন্য গুরুত্বপূর্ণ, এ সময় মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে তা না হলে শিশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জীবন নাশের আশঙ্কা থাকে তাই সেই দিকে সকল কে খেয়াল রাখার আহ্বান জানান।

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। শিশুদের প্রতি সকলের সহনশীল আচরন করার আহবান জানান তিনি। বর্তমান পরিবেশ শিশু বান্ধব নয় উল্লেখ করে শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে সামাজিক ভাবে আরও সচেতন হওয়ার আহবান জানান। উল্লেখ্য আদিবাসী অর্ধশত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • 397
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে