রাজশাহীতে দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ (ভিডিওসহ)

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০; সময়: ৭:০০ অপরাহ্ণ |
রাজশাহীতে দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মুজিব জন্মশতবার্ষিকীতে করোনাকালীন সময়ে অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী হড়গ্রাম বাজারস্থ শ্রী শ্রী রাধিকা নাথেশ্বর শিব ঠাকুর ও শ্রী শ্রী মদন গোপাল দেব ঠাকুর মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী মুজিব আদর্শে বিশ্বাসী প্রকৌশলীবৃন্দ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মির্জা মোতাছিম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাট্টি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রয়েড শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মোঃ রবিউল আউয়াল, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া মোঃ জগলুল সাদত, নগর আওয়ামী লীগ নেতা আহসানুল হক পিন্টু, রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা প্রকৌশলী মুফতি মাহমুদ রনি সহ অত্র মন্দিরের সভাপতি শ্রী অনন্ত পাল ও সাধারণ সম্পাদক শ্রী সুনন্দন দাস রতন।

বিশিষ্ট নারী নেত্রী লাসমী চৌধুরী স্মৃতি এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী শৈলেন শুকুল (হরিবোল)।

এছাড়া উপস্থিত ছিলেন, রুয়েট ছাত্র কল্যাণ উপ-পরিচালক সহকারী অধ্যাপক মোঃ মামুনুর রশিদ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরে সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ ও প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী তাপস কুমার প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে