আ’লীগ মৎস্যজীবী লীগের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০; সময়: ৬:১২ অপরাহ্ণ |
আ’লীগ মৎস্যজীবী লীগের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক : শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শিশু শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন করেছে জেলা আওয়ামী লীগ মৎস্যজীবী লীগ। গতকাল রোববার বিকেল তিনটায় নগরীর অলোকার মোড়ে জেলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ’লীগ নেতা একরামুল হক, জাকিরুল ইসলাম সান্টু, অ্যাডভোকেট আব্দুস সামাদ।

এ সময় বক্তারা বলেন, ‘যে বয়সে শিশুরা মায়ের কোলে রূপকথার গল্প শুনতে চায়, যে বয়সে শিশুরা জাগতিক কিছুর উর্ধ্বে থাকে। সেই বয়সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি আদরের কনিষ্ঠপুত্র রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু পরিবারের কেউ যাতে কোনোদিন আর দেশ পরিচালনার দায়িত্বে আসতে না পারে সেই উদ্দেশ্যে শিশু রাসেলকেও হত্যা করে ঘাতকেরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা দেশের বাইরে থাকায় মহান আল্লাহর ইচ্ছেতেই বেঁচে যান তাঁরা’।

বক্তারা বলেন,‘ দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশ গড়ার কাজ শুরু করেন। কিন্তু ঘাতকেরা বঙ্গবন্ধুকে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। বঙ্গবন্ধু অসমাপ্ত স্বপ্ন পূরণে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’।

এ সময় উপস্থিত ছিলেন, কমিটির যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ওরফে নয়ন, মজিবুর রহমান, শফিকুল ইসলাম, হিরা খাতুনসহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যগণ।

 

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে