চারঘাটে নৌ পুলিশের অভিযানে ৩০ হাজার মিটার জালসহ জেলে গ্রেপ্তার ও জরিমানা

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০; সময়: ১০:১৭ অপরাহ্ণ |
চারঘাটে নৌ পুলিশের অভিযানে ৩০ হাজার মিটার জালসহ জেলে গ্রেপ্তার ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ি যৌথ অভিযানে পদ্মা নদীতে নিষিদ্ধ মা ইলিশ মাছ ধরার অপরাধে কারেন্টজালসহ একজনকে আটক করেছে নৌ পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার রাওথা গ্রামের আলমের ছেলে আরাফাত (২৩)।

রবিবার বিকেলে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষন অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালত হাজির হয়ে তার অপরাধ স্বীকার করেন এবং মা ইলিশ সংরক্ষন আইনে আলমের ছেলে আরাফাতকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা নিয়তি রানী কৈরী এবং কারেন্ট জালগুলো পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, অধিদপ্তরের সহকারী তাকির হোসেন, নৌ পুলিশ ফাঁড়ি এএসআই খালেক হোসেন, এসআই মুনিরুল ইসলাম, চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

নৌ পুলিশ ফাঁড়ি অফিসার মুনিরুল ইসমাম মুনির জানান, পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২০ গত ১৪ই অক্টোবার থেকে ৪ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ আহরণ ও বাজারজাতকরণ বন্ধ করেছে সরকার। সরকারের নির্দেশে চারঘাট নৌ পুলিশ ফাঁড়ি পদ্মা নদীতে প্রতিনিয়ত অভিযান অব্যহত রেখেছে।

তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ১৪ই অক্টোবার থেকে ৪ নভেম্বর পর্যন্ত যদি কেউ মাছ শিকার করতে নামে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় কোন জেলে পদ্মা নদীতে যে মাছ শিকার করতে না নামে এ জন্য পদ্মা পাড়ের জেলেদের কে সর্তক করা হচ্ছে বলে জানান তিনি।

  • 60
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে