রাজশাহীতে এসিডির সুরক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০; সময়: ৯:১৮ অপরাহ্ণ |
রাজশাহীতে এসিডির সুরক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কোভিড-১৯) সংকটকালীন সময়ে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সুরক্ষা উপকরণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা।

গতকাল রবিবার ১৮ অক্টোবর বিকাল ৩.০০ ঘটিকায় এসিডির হল রুমে এ কর্মসূচির উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন ও এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার এবং ব্র্যাকের প্রজেক্ট কোঅর্ডিনেটর ফিরোজুল ইসলাম।

ব্র্যাক এর সহযোগিতায় ও এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলেপমেন্ট-এসিডি’র আয়োজনে এই সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে সামাজিক দূরুত্ব বজায় রেখে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এরপর হরিজনপল্লী অভিভাবকদের সাথে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণ বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শবনব শিরিন । তিনি এধরনের কাজের জন্য এসিডি ও ব্র্যাককে ধন্যবাদ জানান। উক্ত সভায় সভাপতিত্ব করেন, এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: রায়হানুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার, ব্র্যাক। অনুষ্ঠানে হরিজন পল্লীর নারী ও কিশোরীরা অংশগ্রহন করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে