রাজশাহীতে রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০; সময়: ৬:০১ অপরাহ্ণ |
রাজশাহীতে রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে রেড ক্রস/ রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে নগরীর জেলা পরিষদ সভা কক্ষে ২০ জন প্রশিক্ষণার্থী ও ৫ জন প্রশিক্ষক নিয়ে তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিট চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মোহম্মদ আলী সরকার বলেন, রেড ক্রিসেন্ট জেলা ইউনিট ও মহানগর ইউনিট সমগ্র রাজশাহী জেলায় যদি এক সাথে ভূমিকা রাখে, তাহলে রেড ক্রিসেন্টের সুনাম আরো বৃদ্ধি পাবে ও কাজের গতি বাড়বে।

তিনি আরো বলেন, রাজশাহীর প্রতিটি উপজেলার প্রতিষ্ঠানগুলোতে যেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিট এ ধরণের প্রশিক্ষণের নিয়মিত ব্যবস্থা করে। তিনি এ প্রশিক্ষণের জন্য সব ধরণের সহায়তা দেবেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা উইনিট সাধারণ সম্পদাক শফিকুজ্জামান শফিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের কার্য্য নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক সোনালী সংবাদ সম্পাদক লিয়াকতা আলী, ইউনিট অফিসার বাকি বিল্লাহ, জিয়াউদ্দিন আহম্মেদ জিয়া ও যুব প্রধান সাদিয়া সাবা অচি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে