রাজশাহীর চারঘাটে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০; সময়: ৮:৩৫ অপরাহ্ণ |
রাজশাহীর চারঘাটে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহী চারঘাট উপজেলায় বিট পুলিশিং এর উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু এর সভাপতিত্বে এবং থানার উপ-পরিদর্শক পারভেজ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরি, পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মডেল থানার ৪নং, ৫, ৬ নং ওয়ার্ডের বিট পুলিশ এস আই শাহ আলম, ইকবাল হোসেন, মানিক হোসেন ও এএসআই আবু সালেকসহ স্থানীয় সাংবাদিক, নারী ও বিভিন্ন স্তরের জনসাধারন।

সমাবেশে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সুমিত কুমার কুন্ডু বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে পুলিশ দ্বায়িত্ব পালন করছে। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জনগনকে সেবা করে যাচ্ছে পুলিশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে