নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০; সময়: ৮:২২ অপরাহ্ণ |
নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে মিডিয়া মোবিলাইজেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১.০০ ঘটিকার সময় জেন্ডারভিত্তিক ন্যায়বিচারের প্রচার পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের আওতায় ব্র্যাক এর সহযোগিতায় ও এ্যাসোসিয়েশন কম্যুনিটি ডেভেলেপমেন্ট-এসিডি’র আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে, মিডিয়া মোবিলাইজেশন এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালীমা সারওয়ার, নির্বাহী পরিচালক, এসিডি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, ফিরোজুল ইসলাম, প্রজেক্ট কোঅর্ডিনেটর, ব্র্যাক ও মহসীন আলী, ব্র্যাক জেলা সমন্বয়কারী, রাজশাহী।

অনুষ্ঠানে সংস্থার ও প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন মোস্তফা কামাল, প্রকল্প সমন্বয়কারী, এসিডি ও রায়হানুল ইসলাম, ডিভিশনাল কোঅর্ডিনেটর জেন্ডার এন্ড জাষ্টিজ, ব্রাক। এছাড়া আর ও উপস্থিত ছিলেন রাজশাহী শহরের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় উপস্থিত সকলে নারী ও শিশু নির্যাতন বিরোধী সকলে একযোগে কাজ করাসহ তৃণমূল ও স্কুল পর্যায়ে এ বিষয়ে কাজ করার জন্য অভিমত ব্যক্ত করেন এবং সর্ব পর্যায়ের স্টেকহোলডারদের অন্তর্ভুক্তির উপর জোর দেন।

 

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে