নিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারঘাটে নির্বাচনী প্রচার প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০; সময়: ৬:৫২ অপরাহ্ণ |
নিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারঘাটে নির্বাচনী প্রচার প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলায় নিমপাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর ২০২০। ইতিমধ্যে নিবার্চন ঘিরে নিমপাড়া ইউনিয়ন ০৪ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে নির্বাচনী প্রচার প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।

তারা নিজ নিজ প্রতীক ও প্রতিশ্রুতি নিয়ে দিনরাত এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনে সবাই জয়ের জন্য আশা ব্যক্ত করে ভোটের মাঠে নির্ঘুম রাতে কাটাচ্ছেন প্রার্থীরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নে ৪ নং ওয়াডের সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন ৪ জন। তারা হলেন আব্দুল হান্নান আলী মোল্লা প্রতিক মোরগ, আরিফুল ইসলাম প্রতিক ফুটবল, রওশন প্রতিক ভ্যান গাড়ি ও সোহেল রানা প্রতিক টিউবওয়েল। রিটানিং অফিসার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলে ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ মেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ ৩রা অক্টোবর এবং ২০ অক্টোবর ভোট গ্রহন। মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪শত ৬১ জন।

এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, ৪নং সাধারন ওর্য়াডের শূন্য পদে উপ নির্বাচন সকল প্রকার বিধিমালা অনুযায়ী প্রস্ততি প্রত্রিয়া সম্পন্ন হয়েছে। সুষ্ঠু সুন্দর পরিবেশে আগামী ২০ অক্টোবর সকাল ৮ঘটিকা হইতে বিকেল ৪ঘটিকা পযর্šÍ ভোট গ্রহন চলবে বলে তিনি জানান।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে