কাটাখালি থানা ৭নং বিট পুলিশিং সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০; সময়: ১:০৭ অপরাহ্ণ |
কাটাখালি থানা ৭নং বিট পুলিশিং সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কাটাখালি থানা পুলিশের ৭ নং বিটের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নে জয়পুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

কাটাখালি থানার এসআই ও ৭নং বিট অফিসার শাহীন মাহমুদ সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, হানিফ মোহাম্মদ পলাশ, সাখওয়াত হোসেন শাকি, ওমর ফারুক ভাদু, ইউপি’র সদস্য আক্কাস আলী, মমতাজ মন্ডল, আওয়ামী লীগ নেত্রী লিলি বেগম প্রমুখ।

বক্তারা বলেন, সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ ধর্ষক এবং নারী ও শিশু নির্যাতনকারীদের বিচারের আওতায় আনার জন্য পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। দেশের সেবা ও জনকল্যাণে পুলিশ সব সময় আন্তরিকতার সঙ্গে জনগণের পাশে দাঁড়িয়েছে। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সকলকেই সামাজিক সচেতন হতে হবে । দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে পুলিশ।

সমাবেশে অংশগ্রহণকারীরা পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সহকারী বিট অফিসার এসআই আজাহারুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, থানা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী।

এদিকে, সারাদেশের ন্যায় কাটাখালি থানা এলাকার অন্যান্য ৭ টি বিটেও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে