বাগমারায় এক নারী উদ্ধারসহ চার আসামী আটক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২০; সময়: ৩:২২ অপরাহ্ণ |
বাগমারায় এক নারী উদ্ধারসহ চার আসামী আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা থানার পুলিশ অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মামলায় নারীসহ ৪ আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মমতাজ উদ্দীন (৫৫), তার স্ত্রী লাইলি বেগম (৪৫), ছেলে সানোয়ার হোসেন (২৫) ও মাহাফুজুর রহমান (২২)।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন। অপর দিকে স্বামীর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশক্রমে পুলিশ উপজেলার খদ্দকৌড় গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে (২৩) এক সন্তানের জননীকে রাজশাহীর কাটাখালী সম্রাটের বাড়ি থেকে উদ্ধার করে আদালতে পাঠিয়েছেন।

বাগমারা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (্এসআ্ই) নিয়ামুল হক জানান, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা হাতে পেয়ে থানার পুলিশ রাতেই অভিযান চালিয়ে উপজেলার শ্রীপুর থেকে নারীসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়। অপর দিকে উপজেলার গনিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুল হালিমের স্ত্রী বাবার বাড়ি গিয়ে আর নিজ বাড়িতে ফিরে আসে ন্ইা। ও্ই ঘটনায় আব্দুল হালিম আদালতে আশ্রয় নিলে ্আদালত তার আবেদনে সাড়া দেয় ্এবং ওই নারীকে উদ্ধার করে আদালতে হাজির করতে বাগমারা থানার পুলিশকে নির্দেশ দেয়। পুলিশ আদালতের নির্দেশ পেয়ে নারীটিকে উদ্ধার করতে মাঠে নামে। তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ নারীর থাকার জায়গাটি নিশ্চিত হয়ে রাতেই সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। সকাল্ইে পুলিশ আটককৃত নারীকে আদালতে পাঠিয়ে দেয়।

এ ব্যাপারে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া স্বামীর অভিযোগে আদালতের নির্দেশক্রমে আরো এক নারীকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

  • 270
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে