রাজশাহীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০; সময়: ৮:৫৪ অপরাহ্ণ |
রাজশাহীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করেছে রাজশাহী জেলা প্রশাসন। ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সহায়তা কন্দ্র, রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূলে স্মাট সাদাছড়ি বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিবসের প্রতিপাদ সাদাছড়ির উন্নতি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির অগ্রগতি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজশাহী, শরিয়তুল্লাহ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র, রাজশাহী, হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক, জাতীয় অন্ধ সংস্থা রাজশাহী ও সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ হাসিনা মমতাজ, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহী। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীসহ প্রতিবন্ধী ব্যক্তিদের সরকার প্রদত্ত সুযোগ সুবিধা ও চলমান কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এসময় রাজশাহী জেলার ৩০ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্মাট সাদাছড়ি বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে