দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চারঘাটে প্রস্তুুতিমুলক সভা

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০; সময়: ৭:৩৯ অপরাহ্ণ |
দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চারঘাটে প্রস্তুুতিমুলক সভা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

হিন্দু ধর্মাবলম্বাীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামাী ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই উৎসব। সারাদেশে এ উৎসবকে ঘিরে বিভিন্ন স্থানে প্রস্তুুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এব্যাপারে মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, এবছর উপজেলায় ৩৮টি মন্ডপে পূজা উদযাপন করা হবে। পুলিশ প্রশাসন পক্ষ থেকে প্রতিটি মন্ডপে পুলিশ মোতায়েনসহ আইনশৃংখলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

এসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব ফকরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরি, মডেল থানার ওসি সমিত কুমার কুন্ড, মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।

  • 32
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে