কেশরহাটে দুই মাদক সেবির বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০; সময়: ৪:১৭ অপরাহ্ণ |
কেশরহাটে দুই মাদক সেবির বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ২ মাদক সেবনকারির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি। বিষয়টির সমাধান পেতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভুগিরা।

অভিযোগ সূত্রে জানা যায়, কেশরহাট পৌরসভার রায়ঘাটি গ্রামের লালচানের ছেলে মুকুল হােসেন ও লুৎফর রহমানের ছেলে শহিদুল ইসলাম এলাকার ত্রাস হিসেবে পরিচিত। এরা দুজনে হিরােইন, ইয়াবা, গাঁজা সেবনকারী ও মাদক ব্যবসায়ী । তারা অত্র পৌর এলাকায় চুরি, ছিনতাই, জুয়ার ফড়ের মত সব ধরনের অসৎ কাজে লিপ্ত থাকে। এরা একাধিক মাদক মামলার আসামী। এলাকাবাসী তাদের অত্যাচারে জর্জরিত। এমতাবস্থায় তাদের এহেন অপরাধমূলক কর্মকান্ড থেকে রক্ষা পেতে ও আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্যে বিশেষভাবে অনুরােধ জানিয়েছে ভুক্তভুগি এলাকাবাসিরা।

অভিযোগ কারিদের মধ্যে জাইদুল ইসলাম বলেন, তাদের অপকর্মের প্রতিবাদ করলে তারা বিভিন্ন লোকজনদের লাঞ্চিত করে। আমি নিজে প্রতিবাদ করায় আমাকে মারধর করে হত্যার হুমকি দেই। এমনকি আমার পানের বরজ আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাই।

অভিযোগ কারিদের মধ্যে সাবেক কাউন্সিলর ইব্রাহীম হোসেনের ছেলে আলমগীর বলেন, তারা সব সময় হিরোইন সেবন করে থাকে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এলাকার মানুষ এখন তাদের ভয়ে আতঙ্কে চলাফেরা করছে। তারা মাদকের টাকার জোগান দিতে সকল ধরনের চুরি, ছিনতাই করতে পিছ পা হননা। আমি ও এলাকাবাসিরা মুকুল ও শহিদুলকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।

অভিযুক্ত মুকুল ও শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে তারা বলেন, আমরা চুরি ও ডাকাতি করিনা, আমরা শুধু মাদক সেবন করি মাত্র। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন অভিযোগ পত্রটি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে