নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিন পরিষদের মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০; সময়: ১০:০১ অপরাহ্ণ |
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিন পরিষদের মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপি নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বুধবার বিকেল পৌনে পাঁচটা থেকে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান’ এই স্লোগানকে সামনে রেখে গণসঙ্গীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মনিরা রহমান মিঠির সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ড. দুলাল চন্দ্র রায়।

বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় ভৌমিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নগর কমিটির নির্বাহী সভাপতি অধ্যাপক ড. সুজিত সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই সরকার, মহিলা পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, ছাত্রনেতা তামিম সিরাজী প্রমুখ। সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশব্যাপি একের পর এক ধর্ষণের ঘটনায় শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অতি দ্রুত ধর্ষকদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।একইসাথে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার আইন মন্ত্রীসভায় অনুমোদন করায় তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে