বাগমারা ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০; সময়: ১০:১০ অপরাহ্ণ |
বাগমারা ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, তাহেরপুর : রাজশাহীর বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় এর আদালতে (মামলা নং ৩/২০২০) বাগমারার সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বুকুলে বিরুদ্ধে তিন কোটি টাকার একটি মানহানী মামলা দায়ের করেন।

বাগমারা পিএফজির সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে আকুল নিবেদন করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, মাহফুজুর রহমান প্রিন্স ও তসিকুল ইসলাম বুকুল একজন সৎ নিষ্ঠাবান সাংবাদিক। তাদের বিরুদ্ধে এই ভিত্তিহীন মানহানি মামলায় সাংবাদিক সমাজ তথা সমাজের সচেতন মহলের উদ্বেগেরকারন হয়ে দাঁড়িয়েছে।

তাই বাগমারার সচেতন সমাজের বাদী এ ধরনের জঙ্গিমতাদর্শে বিশ্বাসী ও জামায়াত শিবিরের অনুসারী দ্বারা সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানীর সুযোগ পেলে দেশে আবারও জঙ্গির রাজত্ব কায়েম ও জামায়াত শিবিরের পূনরুঙ্খানের আশংকা রয়েছে।

তাই তারা বিষয়টি সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাংবাদিকদের হয়রানীর হাত থেকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, আমরা স্মারকলিপিটি যথাযত কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে অতিদ্রুত পাঠানোর ব্যবস্থা করব। পরবর্তিতে সেখান থেকে কোন নির্দেশনা আসলে সেমোতাবেক প্রদক্ষেপ গ্রহন করা হবে। এব্যাপারে আব্দুল হালিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে একাধিক বার মিথ্যা নিউজ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের তদন্ত করার আহবান জানান। এব্যাপারে বাগমারার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয় কিছু জানি না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে