এএফআইবির রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভা

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০; সময়: ৭:৩৯ অপরাহ্ণ |
এএফআইবির রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় তামাকমুক্ত সপ্তাহ ২০২০ উপলক্ষে বুধবার সকালে নগরীর তেরখাদিয়ায় রুডো প্রশিক্ষণ কক্ষে উদযাপন এলায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেন্টেশন বাংলাদেশ (এএফআইবি) ও রুলার এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো)’র উদ্যোগে রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর জাতীয় তামাকমুক্ত সপ্তাহের প্রতিপাদ্য “তামাকের মূল্যস্তর প্রথার বিলুপ্তি, জনস্বাস্থ্যের উন্নতি। মতবিনিময় সভায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরস্ত বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লিয়াকত কাদির। রুডোও নির্বাহী পরিচালক ও এলায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেন্টেশন বাংলাদেশ (এএফআইবি) রাজশাহী বিভাগীয় সমন্বয়ক সোহাগ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী হস্তশিল্প উন্নয়ন প্রতিষ্ঠানের সভাপতি ও এএফআইবি রাজশাহী জেলা সমন্বয়ক আনজুমান আরা পারভীন, ওয়েব রাজশাহীর সচিব রুমা খাতুন, বৃষ্টি নারী কল্যাণ সংস্থার সভাপতি লুতফুন নাহার, রুডোর কোষাধ্যক্ষ আব্দুল খালেক, রুডো ইয়ূথ গ্রুপের সভাপতি সাবিত্রী হেমব্রেম প্রমুখ।

 

  • 42
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে