পবার হরিপুরে জেলে ও বন্যার্তদের মাঝে চাল বিতরণ

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০; সময়: ৬:১০ অপরাহ্ণ |
পবার হরিপুরে জেলে ও বন্যার্তদের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার হরিপুর ইউনিয়নে জেলে ও বন্যার্তদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান।

হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন হরিপুর ইউপির সদস্য ও হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান বাদল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান নবাব, ইউপি’র সদস্য মাহফুজুর রহমান, আকবর আলী, শামীম শেখ, সেলিম রেজাসহ ইউপির সদস্যবৃন্দ।

নদীতে ২২ দিনব্যাপি মা ইলিশ না ধরার জন্য ইউনিয়নের ৩২০ জন জেলের প্রত্যেকে ২০ কেজি করে ও বন্যার্তদের মাঝে ২শ’ জনের মাঝে প্রত্যেককে ১০ করে চাল বিতরণ করা হয়।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে