রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু বেড়ে ৩১১

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০; সময়: ১২:৩৫ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু বেড়ে ৩১১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫২ জন।

বুধবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫০ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩১১ জন এবং সুস্থ্য হয়েছেন ১৮ হাজার ৭৫৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৩৬৬ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৪ জন, নওগাঁয় ৫ জন, নাটোরে ৬ জন, জয়পুরহাটে ২ জন, বগুড়ায় ১ জন, সিরাজগঞ্জে ১ জন ও পাবনায় ১ জন। কিন্তু এ দিন চাঁপাইনবাবগঞ্জে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৭৯৯ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৮২ জন, নওগাঁয় ১ হাজার ৩১৫ জন, নাটোরে ১ হাজার ২১ জন, জয়পুরহাটে ১ হাজার ১১৮ জন, সিরাজগঞ্জে ২ হাজার ২০১ জন ও পাবনায় ১ হাজার ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩১১ জন। এর মধ্যে রাজশাহীতে ৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৮৮ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৮ হাজার ৭৫৯ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৪ হাজার ৭৯৭, চাঁপাইনবাবগঞ্জে ৭৫২ জন, নওগাঁয় ১ হাজার ২৫০ জন, নাটোরে ৮৮৬ জন, জয়পুরহাটে ১ হাজার ৬৬ জন, বগুড়ায় ৬ হাজার ৯৯৯ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৯৩৯ জন ও পাবনায় ১ হাজার ৭০ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে