রাজশাহীতে অপহরণ নাটক, অত:পর…

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০; সময়: ১১:০২ অপরাহ্ণ |
রাজশাহীতে অপহরণ নাটক, অত:পর…

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরের ছোট বনগ্রাম উত্তরপাড়া ইউসুফ আবাসিক এলাকা থেকে সেতু (১৪) নামের একটি ছেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সেতুর বাবা চন্দ্রিমা থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ৩৩১।

চন্দ্রিমা থানা পুলিশ বিষয়টি নিয়ে জোড়ালো তদন্ত শুরু করলেও বিষয়টি রহস্যজনক বলে মনে হয়। পুলিশ বিভিন্ন জায়গায় হানা দেন ও খোঁজ খবর শুরু করেন। এ সময় ছেলের বাবার কাছে হটাৎ অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে ৫০ হাজার টাকা দিতে বলেন ছেলের জন্য। বিষয়টি তাৎক্ষনিক তার বাবা চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান।

পরে পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে জানতে পারে ছেলেটি ছোট বনগ্রাম উত্তরপাড়া লোকেশনে রয়েছে। প্রথম থেকেই পুলিশের নিকট বিষয়টি রহস্যজনক বলেই মনে হচ্ছিল। পরে পুলিশী তৎপরতা শুরু করলে ছেলেটি বুঝতে পেরে নিজেই বাড়ীতে চলে আসে। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসা করলে সে অসুস্থ্যতার ভান করে। পরে ওসি তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তার বিষয়ে কিছুই হয়নি বলে জানান।

পরবর্তীতে থানায় ওসি তার ছেলে ও বাবাকে জিজ্ঞাসা করতেই আসল রহস্য বেরিয়ে আসে। ছেলেটি নিজেই তার বাবাকে ফোন করে এমন নাটকীয় ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করে। এ সময় ছেলের বাবা আতাউর রহমান লজ্জিত হয়ে জিডি প্রত্যাহার করে মুছলেকা দিয়ে থানা থেকে নিজ জিম্মায় নেয় তার ছেলেকে।

বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিটি পরিবারকে তাদের সন্তানদের নজরে রাখার আহ্বান জানিয়েছেন পুলিশ প্রশাসন। এদিকে কিশোর গ্যাং গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে